ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রংপুরে নৌকায় ভোট চাইলেন ছাত্রলীগ সা. সম্পাদক জাকির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
রংপুরে নৌকায় ভোট চাইলেন ছাত্রলীগ সা. সম্পাদক জাকির প্রতিবেদকের সঙ্গে কথা বলছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন

বেরোবি (রংপুর): আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শরফুদ্দীন আহমেদ ঝন্টুর পক্ষে প্রচারণা চালিয়ে নৌকায় ভোট চাইলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সংলগ্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালান তিনি।

এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একান্ত সাক্ষাৎকারে বাংলানিউজকে এস এম জাকির হোসাইন বলেন, বর্তমান সরকারের সময়ে গত পাঁচ বছরে রংপুর সিটি কর্পোরেশনে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে।

বিভিন্ন উন্নয়ন মূলক কাজ এখনো চলছে। এই ধারা অব্যাহত রাখতে আগামী ২১ ডিসেম্বরের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে ঝন্টু ভাইকে জয়যুক্ত করতে হবে।

এস এম জাকির হোসাইন বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শরফুদ্দীন আহমেদ ঝন্টু রংপুরের উন্নয়ন কার্যক্রমকে সচল করেছেন। দীর্ঘ সময় জাতীয় পার্টির নিয়ন্ত্রণে রংপুর থাকলেও তেমন কোন উন্নয়ন হয়নি। এখন সময় পাল্টে গেছে। রাস্তাঘাটে এক সময় চলাচল করাই যেতো না। এখন চার লেনের রাস্তা হয়েছে। লাঙ্গলের পরিবর্তে রংপুরে নৌকা মার্কার জোয়ার শুরু হয়েছে। লাঙ্গলের ঘাঁটি এখন নৌকার ঘাঁটিতে পরিণত হচ্ছে।

রংপুরে নৌকা মার্কার জোয়ারের বিষয়টি জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলেন, গত দুইদিন আমি রংপুর সিটির বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। সাধারণ মানুষদের সাথে কথা বলে এই সিটিতে নৌকার জয়ের বিষয়টি নিশ্চিত হয়েছি।

রংপুরের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। ১৯৭১ সালের ডিসেম্বরে আমরা বড় বিজয় পেয়েছি। বিজয়ের মাসেই রসিক নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে আমরা আরেকটি বিজয় পাব।  

এর আগে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের গ্যালারি রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বেরোবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোবেল শেখের সঞ্চালনায় ও বেরোবি ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস এম জাকির হোসাইন।

তিনি এ সময় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করে রসিক নির্বাচন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।  

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এরশাদুর রহমান চৌধুরী,  মো. আল আমিন, সদস্য আশিকুন নাহার টুকটুকি, ফয়সাল আজম ফাহিন, নেয়ামতুল্লাহ ধ্রুব, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি, রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি সাফিউর রহমান স্বাধীন সহ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৪,২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।