ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

গাজীপুর মহানগর ও জেলা শাখা মহিলা দলের কমিটি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
গাজীপুর মহানগর ও জেলা শাখা মহিলা দলের কমিটি 

গাজীপুর: গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা শাখা জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি গঠন করা হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।

শিরিন চাকলাদারকে সভাপতি ও ফিরোজা আক্তারকে সাধারণ সম্পাদক করে ১৮১ সদস্য বিশিষ্ট গাজীপুর মহানগর শাখা মহিলা দলের কমিটি এবং জান্নাতুল ফেরদৌসীকে সভাপতি ও গোল নাহার বেগমকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট গাজীপুর জেলা শাখা মহিলা দলের কমিটি গঠন করা হয়েছে।  

গাজীপুর মহানগর শাখা মহিলা দলের কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি কেয়া শারমিন, সহ-সভাপতি শাহিন আরা রুবি, হাছিনা মমতাজ, অ্যাডভোকেট সেলিনা, অ্যাডভোকেট হাসিনা আক্তার বিথী, রেহেনা রহমান, রুমিনা আক্তার রুমি, পারভীন, জাহানারা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদিকা খন্দকার নূরনাহার, সাবিহা আক্তার, মাকসুদা বেগম, সহ-সাধারণ সম্পাদিকা রেহান সুলতানা, আমিরুন নেসা রিনা, অ্যাডভোকেট জাহানারা, সাংগঠনিক সম্পাদিকা খদিজা আক্তার বীনা (বীনা চৌধুরী), সহ-সাংগঠনিক সম্পদিকা রাশিদা চৌধুরী, রওশন আরা বেগম, পারভীন, ফিরেজা বেগম, দপ্তর সম্পদিকা খোরশিদা পারভীন সীমা, সহ-দপ্তর সম্পাদিকা রাবেয়া বেগম, সুলতানা, রাজিয়া, মমতাজ, কোষাধ্যক্ষ দীপা চৌধুরী প্রমুখ।

অন্যদিকে মহিলা দলের জেলা শাখা কমিটি অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি লুৎফন নাহার লাতা, সহ-সভাপতি শেখ ফরিদা জাহান স্বপ্না, লুৎফন নাহার, শামসুন্নাহার ডেইজী, ফিরোজা বেগম, খুরশিদা আশরাপি, রহিছা খাতুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হামিদা পারভীন শৈলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনাজ আক্তার চামেলী, যুগ্ম সম্পাদক নাছিমা বেগম, স্বপ্না আক্তার, আফরোজা আক্তার মুন্নি, আরিফুন্নাহার, সাংগঠনি সম্পাদক ইরানী সরকার, সহ সাংগঠনিক সম্পাদক শাহানাজ আক্তার, সহ সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারভীন শিখা, প্রচার সম্পাদক সোহেলী সুলতানা, সহ প্রচার সম্পাদক ফরিদা ইয়াছমিন, দপ্তর সম্পাদক শাহিন সুলতানা, কোষাধ্যক্ষ শিল্পি আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭     
আরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।