ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বাঘাইছড়িতে জেএসএস’র দুই নেতাকে অবাঞ্চিত ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
বাঘাইছড়িতে জেএসএস’র দুই নেতাকে অবাঞ্চিত ঘোষণা

রাঙামটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় রাঙামাটি আসনের সংসদ সদস্য এবং চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) ঊষাতন তালুকদার এবং বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বড় ঋষী চাকমাকে অবাঞ্চিত ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে এমন তথ্য নিশ্চিত করেন, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন।

তিনি বলেন, জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমাকে হত্যা এবং বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাসেল মারমাকে মারধরের প্রতিবাদ জানিয়ে উপজেলা আওয়ামী লীগ এমন সিদ্ধান্ত গ্রহণ করে।

তিনি বলেন, যতদিন আওয়ামী লীগ নেতার হত্যাকারীদের গ্রেফতার করা হবে না- ততদিন তাদের এ উপজেলায় সরকারি কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ০৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।