ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

কবিরহাটে বিএনপি'র ৩ নেতা গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
কবিরহাটে বিএনপি'র ৩ নেতা গ্রেফতার

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও যুবদলের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ নভেম্বর) দিনগত রাত থেকে শনিবার (২৫ নভেম্বর)  ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-কবিরহাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন কামাল, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুর রহমান শামীম ও পৌরসভা যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কবিরহাট বাজারের আলাউদ্দিন সুপার মার্কেটের সামনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে কয়েকটি ককটেল বিস্ফোরণ ও একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনা ঘটে।

পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করে। রাতে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছানের নেতৃত্বে নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে বিএনপি ও যুবদলের তিন নেতাকে গ্রেফতার করে পুলিশ।

কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ২৫ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।