ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আওয়ামী লীগ

নবীনগরে আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় মামলা, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
নবীনগরে আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় মামলা, আটক ১

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আওয়ামী লীগ নেতা স্বপ্না আক্তার হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বুধবার (২২ নভেম্বর) রাত দেড়টার দিকে স্বপ্নার ভাই আমির হোসেন অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে নবীনগর থানায় মামলাটি দায়ের করেন।  

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার জানান, মামলায় রাজনৈতিক পূর্ব বিরোধকে হত্যার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ হত্যার ঘটনায় জাহাঙ্গীর নামে এক অটোরিকশা চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য,  বুধবার রাতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন শেষে দশমোজা এলাকা থেকে জিনোদপুর চরপাড়ায় নিজের বাড়ি ফিরছিলেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার। পথে বাঙ্গুরা নামক স্থানে দুর্বৃত্তদের হামলায় নিহত হন তিনি।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।