ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আগামী নির্বাচনে এরশাদের নেতৃত্বই সবার প্রত্যাশা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
আগামী নির্বাচনে এরশাদের নেতৃত্বই সবার প্রত্যাশা মতবিনিমিয় সভায় বক্তব্য রাখছেন জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি। ছবি বাংলানিউজ

নোয়াখালী: আগামী নির্বাচনে এরশাদের নেতৃত্বই সাধারণ মানুষের প্রত্যাশা- এমন মন্তব্য করে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি বলেছেন, বিএনপি ও আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে, তাই জাপাই সাধারণ মানুষের একমাত্র ভরসা।

শনিবার (১৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে নোয়াখালী জেলা শহর মাইজদীর ধানসিঁড়ি কমিউনিটি সেন্টারে জেলা জাপার মতবিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

জাপার মহাসচিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে শতকরা ৮০ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় আসবে জাপা।

জাপার চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে ছয় বছর কারাভোগ ও জাপাকে ২৬ বছর ক্ষমতার বাহিরে রেখে অনেক অন্যায়, অত্যাচার ও জুলুম সহ্য করতে হয়েছে। অনেক প্রতিকূল অবস্থা পেরিয়ে জাপা আজ অনেক শক্তিশালী সংগঠনে রূপ নিয়েছে।  

‘বিএনপি জাপার চেয়ারম্যানকে জেলে পাঠিয়ে আমাদের মাঠপর্যায়ের অনেক নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। কিন্তু এতো নির্যাতনের পরও জাপা সুসংগঠিত রয়েছে’।

দলীয় নেতাকর্মীদের বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলা করে ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নেওয়ার জন্য আহ্বান জানান জাপা নেতা।

সভায় জেলা জাপার আহ্বায়ক সালাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব বোরহান উদ্দিন মিঠুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবুল হোসেন বাবলা এমপি, জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা রিন্টু আনোয়ার, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান দিদারুল আলম দিদার, পীর মেজবাহ উদ্দিন এমপি, যুগ্ম মহাসচিব ইয়াহিয়া চৌধুরী এমপি, শফিকুল ইসলাম শফিক, আমির হোসেন এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফখরুল আহছান শাহজাদা, মোবারক হোসেন আজাদ, মুক্তিযোদ্ধা প্রজম্ম পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব আল আমিন মুন্না, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ইফতেখার আহছান, যুব সংহতির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম সোহেল, সদস্য সচিব বেলাল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।