ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

পুরান ঢাকায় জ‌বি ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
পুরান ঢাকায় জ‌বি ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল, ছবি: বাংলানিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা আসরাফুল ইসলাম রাতুল, জামাল হোসাইন সাগরকে গ্রেফতারের প্র‌তিবা‌দে পুরান ঢাকায় বি‌ক্ষোভ মি‌ছিল ক‌রে‌ছে জ‌বি শাখা ছাত্রদল।

শ‌নিবার (১৮ ন‌ভেম্বর) সকাল  ১০টার দিকে বিক্ষোভ মিছিলটি রায়সাহেব বাজার মোড় থেকে রথখোলা মোড় হ‌য়ে টিপু সুলতান রোডে গিয়ে শেষ হয়।

এ সময় গ্রেফতারকৃত ছাত্রদল নেতা‌দের নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দি‌তে থা‌কেন তারা।

মি‌ছি‌লে নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রফিকুল রফিক।

তিনি ব‌লেন, সরকার দমন-পীড়ন ক‌রে দেশের মানুষকে জি‌ম্মি ক‌রে রাখ‌তে চায়। এরই ধারাবা‌হিকতায় ছাত্রদ‌লের কেন্দ্রীয় ক‌মি‌টির সাধারণ সম্পাদকসহ জ‌বি ছাত্রদ‌লের বেশ ক‌য়েকজন‌কে গ্রেফতার ক‌রে‌ছে। আমরা জবি শাখা ছাত্রদলের তীব্র নিন্দা ও প্র‌তিবাদ জানাচ্ছি। সেসঙ্গে অন‌তি‌বিল‌ম্বে আমা‌দের ভাইদের নিঃশর্ত মু‌ক্তি দা‌বি কর‌ছি।

মি‌ছি‌লে শাখা সভাপ‌তি র‌ফিকুল ইসলাম র‌ফিক ও সাধারণ সম্পাদক আসিফ রহমান বিপ্লব নেতৃত্বে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদল সহ-সভাপতি- আবদুল জলিল, মিরাজ রহমান, এডিএম বাকির জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক- আসাদুজ্জামান আসলাম, আলী হাওলাদার, আব্দুল মান্নান, সালাউদ্দিন, ইব্রাহিম কবির মিঠু, সাংগঠনিক সম্পাদক- সাদিকুর রহমান সাদিক, সহ সাধারণ সম্পাদক শাহ জামাল, জোবায়ের আহমেদ, খোরশেদ আলম কাজল, রুবেল, রায়হান, শাহাদাত, মিল্লাত, কাওসার, সুশীল, কামরুল, মুজিব, মাইনউদ্দীনসহ শতাধিক নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
ডিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।