ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

অপকর্মকারীদের ছাত্রলীগে দরকার নেই: কাদের 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
অপকর্মকারীদের ছাত্রলীগে দরকার নেই: কাদের  ফাইল ফটো

ঢাকা: ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। এ সংগঠনে কোনো অপকর্মকারী, অপরাধী ও অনুপ্রবেশকারীদের দরকার নেই। এদের কর্মকাণ্ডের দায়ভার ছাত্রলীগ বা আওয়ামী লীগ নিতে পারে না। 

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউশন মিলনায়তনে ঢাকা জেলা ছাত্রলীগের সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।
 
তিনি বলেন, মাঝে মাঝে ছাত্রলীগ খারাপ খবরের শিরোনাম হয়।

এতে আমাদের বদনাম হয়, লজ্জা হয়। গুটি কয়েক অপরাধী ও অনুপ্রবেশকারীদের অপকর্মের দায় ছাত্রলীগ নিতে পারে না। আওয়ামী লীগ নিতে পারে না।  

‘সামান্য কয়েকজনের খারাপ কর্মকাণ্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের অর্জনকে ঢেকে দিতে পারে না। ছাত্রলীগে অনুপ্রবেশকারীর কোনো দরকার নেই। চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, সাম্প্রদায়িকতায় বিশ্বাসীদের ছাত্রলীগে দরকার নেই। ’

অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘শরিয়তপুরের আরিফ হাওলাদার, পাথরঘাটার রনিকে ছাত্রলীগের কোনো দরকার নেই। তাদের ঠিকানা ছাত্রলীগে হতে পারে না। ’

‘ছাত্রলীগ নেতাদের সংশোধন হতে হবে। খারাপ আচরণ করে থাকলে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। জনগণের কাছে ক্ষমা চাওয়াতে কোনো লজ্জা নেই। ’


জনমানুষের কাছাকাছি থাকা ও যোগ্যদের ছাত্রলীগের কমিটিতে আনা হবে বলে জানিয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের।  

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এমইউএম/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।