ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

অন্যান্য দল

আ’লীগে যোগ দেওয়া জামায়াত নেতা গাঁজাসহ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
আ’লীগে যোগ দেওয়া জামায়াত নেতা গাঁজাসহ গ্রেফতার ডিবির জালে আবুল খায়ের

চাঁপাইনবাবগঞ্জ: জামায়াত ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া চাঁপাইনবাবগঞ্জ সদরের বারঘরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল খায়েরকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাকে নিজের ইউপি কার্যালয় থেকে গাঁজাসহ গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি।  

গ্রেফতারকালে অতিরিক্ত পুলিশ সুপার মামুনুর রশিদ খান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) সাবের রেজা আহমেদ।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, গ্রেফতার খায়েরের বিরুদ্ধে নাশকতা বিভিন্ন অভিযোগের একাধিক মামলা রয়েছে।

কিছুদিন আগে তিনি জামায়াত ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। এসময় গুঞ্জন ওঠে, মামলা থেকে বাঁচতে জামায়াত ছেড়ে ক্ষমতাসীন দলে ভিড়েছেন আবুল খায়ের।

বাংলাদেশ সময়: ০৩৪৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।