ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

রাজনীতি

চট্টগ্রামে ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫১, নভেম্বর ৯, ২০১৭
চট্টগ্রামে ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বক্তব্য দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ওবায়দুল কাদের। ছবি: সুমন শেখ/বাংলানিউজ

ঢাকা: সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদালয়সহ (চবি) চট্টগ্রামে ছাত্রলীগের নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রতি নির্দেশ দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বই দু’টি বিতরণ অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।  
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতি দেওয়ায় ছাত্রলীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই দু’টি বিতরণের কর্মসূচি পালন করছে ক্ষমতাসীন দলটির এ ছাত্র সংগঠন।  

অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তথা চট্টগ্রামে যা হচ্ছে তা কোনো তথ্য সন্ত্রাস নয়। তথ্য সন্ত্রাস ঘাড়ে চাপিয়ে নিজেরা আত্মতৃ্প্তিত ভোগার সুযোগ নেই। বরং সেটি হবে আত্মবিনাশী সিদ্ধান্ত।  
‘সত্যকে স্বীকার করতে হবে এবং সমস্যা সমাধানের যথাযথ পদক্ষেপ নিতে হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও কঠিন শাস্তি দিতে হবে। ’

নির্বাচনের আগে আওয়ামী লীগকে ছোট করার জন্য নানা ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি ছাত্রলীগকে এ ধরনের ফাঁদে পা না দিতে বলেন।

ছাত্রলীগ নেতাদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, কোথাও কোনো ঝামেলা সৃষ্টি হলে কমিটি বিলুপ্তি কোনো সমাধান নয়। অপরাধীদের শাস্তি দিতে হবে। ছাত্রলীগ নেতাদের আধিপত্য বিস্তারের পাহারাদার হলে চলবে না। মানুষের কল্যাণে কাজ করতে হবে।  

অনুষ্ঠানে কুষ্টিয়ায় নিজ নির্বাচনী এলাকায় বুধবার দেওয়া এক জনসভায় তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর দেওয়া বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।  

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্য করে ইনু ওইদিন বলেন, ‘আপনি (আওয়ামী লীগ নেতা) আশি পয়সা। আর এরশাদ, দিলীপ বড়ুয়া, মেনন আর ইনু মিললে এক টাকা হয়। আমরা যদি না থাকি, তাহলে আশি পয়সা নিয়ে রাস্তায় ফ্যা-ফ্যা করে ঘুরবেন। এক হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবেন না। ’

এর প্রত্যুত্তরে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি (ইনু) নিজেও জানেন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করলে রেজাল্টটা কী হবে? সেটা তিনি আগেও টেস্ট করেছেন। অভিমান থেকে এমন বক্তব্য দিয়েছেন তিনি। ‘

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনটির ঢাবি শাখার সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।  

অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।  

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এসকেবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ