ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সিরাজগঞ্জে সোমবার আধা বেলা হরতাল ডেকেছে বিএনপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
সিরাজগঞ্জে সোমবার আধা বেলা হরতাল ডেকেছে বিএনপি হামলার ঘটনায় বাড়িতে সংবাদ সম্মেলন করেন এমপি রুমানা মাহমুদ।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদের গাড়িতে হামলার ঘটনায় সোমবার (২৩ অক্টোবর) আধা বেলা হরতাল ডেকেছে জেলা বিএনপি।

রোববার (২২ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লায় রুমানা মাহমুদের বাসভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ হরতালের ঘোষণা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।  

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাবেক এমপি রুমানা মাহমুদসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ রোববার দুপুরে কামারখন্দ উপজেলায় দলীয় কর্মসূচি শেষে সিরাজগঞ্জে ফিরছিলেন।

তাদের গাড়ি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডা মোড়ে এলে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম রাজা মেম্বরের নেতৃত্বে আওয়ামী লীগ ও যুবলীগের একদল নেতাকর্মী লাঠিসোটা ও ইট-পাটকেল দিয়ে হামলা চালান। এসময় তারা রুমানা মাহমুদের গাড়ি ভাঙচুর করে কয়েকটি স্থানে গ্লাস ভেঙে ফেলেন। বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে।  

বাচ্চু আরো বলেন, কোনো উস্কানি ছাড়াই পূর্ব পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের ওপর হামলা করেছে আওয়ামী লীগ। এ ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত পুরো জেলায় হরতাল চলবে।  দুর্বৃত্তদের হামলায় সাবেক এমপি রুমানা মাহমুদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সহ-সভাপতি অ্যাডভোকেট মোকাদ্দেস আলী, সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার, কেন্দ্রীয় তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খান, সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান লেবু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, যুবদলের সাধারণ সম্পাদক মির্জা বাবু, ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।  


বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad