ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিমানবন্দর সড়কে বিএনপি নেতাকর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
বিমানবন্দর সড়কে বিএনপি নেতাকর্মীরা বিমানবন্দর সড়কে বিএনপি নেতাকর্মীরা। ছবি: কাশেম হারুন-বাংলানিউজ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে তাকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছেন দলের নেতাকর্মীরা। 

এ জন্য তারা বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত রাস্তার দুই পাশে অবস্থান নেওয়ার ঘোষণা দেয় দলটি।

বুধবার (১৮ অক্টোবর) বিকেল ৫টা ৫ মিনিটে তাকে বহনকারী অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ উপলক্ষে দুপুর থেকেই বিমানবন্দর এলাকায় জড়ো হতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের।

বিধি নিষেধের কারণে বিমানবন্দরের উল্টা দিকে বনানীগামী সড়কের একপাশে অবস্থান করছে নেতাকর্মীরা।  

ফলে রাস্তা সরু হয়ে পুরো সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মাঝে মধ্যে সড়কের মাঝে মিছিল নিয়ে নেমে যাওয়ায় প্রায় স্থবির হয়ে পড়েছে বিমানবন্দর থেকে বনানীগামী সড়ক।

এদিকে, মিছিলে বিএনপি নেতাকর্মীদের দেশ ও সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যাচ্ছে।

এছাড়া, রাস্তার পাশে জায়গা দখল করে দাঁড়ানো নিয়ে বিএনপি নেতাকর্মীদের নিজেদের মধ্যেই বেশ কয়েকবার ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

নারায়ণগঞ্জ থেকে আসা বিএনপি কর্মীদের একটি লাইনের সামনে গাজীপুর থেকে আসা বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিতে চাইলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে সিনিয়র কর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হতে দেখা যায়।

নারায়ণগঞ্জ থেকে আসা এক কর্মী বলেন, দুই ঘণ্টা ধরে আমরা দাঁড়িয়ে আছি, এখন হুট করে অন্যরা আসলেইতো জায়গা ছেড়ে দিব না।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
পিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।