ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মঠবাড়িয়ায় ছাত্রদলের সভায় ছাত্রলীগের হামলার অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
মঠবাড়িয়ায় ছাত্রদলের সভায় ছাত্রলীগের হামলার অভিযোগ

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মঠবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভায় ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে ১২টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন উপজেলা ছাত্রদলের সভাপতি মাইনুল ইসলাম।

তিনি বলেন, এ ঘটনায় কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন ফরাজি (২২), খোকন মল্লিক (২০), পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজান (১৯), উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক নাইমুদ্দিন (২১), উপজেলা ছাত্রদলের সদস্য মর্তুজা হোসাইন (১৯), মোহাম্মদ গাজী কলেজ (২০) ও উপজেলা ছাত্রদলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. জীবন (২১) আহত হয়েছেন।

মাইনুল ইসলামের দাবি, মঠবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের কলেজের ইয়ার কমিটি গঠনের প্রস্তুতি সভা চলছিল। দুপুর ১২টার দিকে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান নিজামের নেতৃত্বে ছাত্রলীগের ৩০/৪০ নেতাকর্মী এ হামলা চালান। এসময় ছাত্রদলের সাত নেতাকর্মী আহত হন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান নিজামের মোবাইলে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।