ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আওয়ামী লীগ

গণতন্ত্র ধরে রাখতে আ’লীগকে ভোটে নির্বাচিত করতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
গণতন্ত্র ধরে রাখতে আ’লীগকে ভোটে নির্বাচিত করতে হবে

নেত্রকোনা: আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল বলেছেন, দেশের উন্নয়ন ধারাবাহিকতা ও গণতন্ত্র ধরে রাখতে আওয়ামী লীগকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে নির্বাচিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করে একটি জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়।

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাঁশাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অসীম উকিল বলেন, শেখ হাসিনার কল্যাণে আজ প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি বাড়ির ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে গেছে।

হাতে হাতে স্মার্টফোন, পাচ্ছেন ইন্টারনেট সেবা, বেড়েছে শিক্ষার হার। নারীরা পেয়েছেন সমঅধিকার। নারীরাই আজ সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। কাজেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে, গণতন্ত্রের পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, আওয়ামী লীগ সরকারের পক্ষে বিজয় নিশ্চিত করতে হবে।

জনসভায় প্রধান আলোচক ছিলেন- যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল। বিশেষ অতিথি ছিলেন- কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক এনএএস জাহাঙ্গীর চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহ্জাহান ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফজলুল হক সেলিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।