ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আওয়ামী লীগ

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ-মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ-মিছিল লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ-মিছিল

লক্ষ্মীপুর: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়।  

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বাড়ির সামনে গিয়ে শেষ হয়।

এ সময় একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মহসিন কবির স্বপন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফয়েজ আহমেদ, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হারুনুর রশিদ ও সদর থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমুখ।  

বক্তারা বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করাছে এ অবৈধ স্বৈরাচারী সরকার। তাই দ্রুত এ গ্রেফতারি পরোয়ানা বাতিল করার দাবি জানান বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

গত ১২ অক্টোবর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি ও জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার অভিযোগে মানহানির পৃথক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকা মহানগর আদালত ও ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত।

এদিকে কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলার মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গত ৯ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করেন কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালত।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘন্টা, অক্টোবর ১৪, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।