[x]
[x]
ঢাকা, বুধবার, ৩ শ্রাবণ ১৪২৫, ১৮ জুলাই ২০১৮

bangla news

সিলেট বিএনপির বিক্ষোভ সমাবেশ শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-১০-১৩ ৬:২৩:২৪ পিএম
সিলেট বিএনপির বিক্ষোভ সমাবেশ শনিবার

সিলেট বিএনপির বিক্ষোভ সমাবেশ শনিবার

সিলেট: কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। 

আগামী শনিবার (১৪ অক্টোবর) বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। 

শুক্রবার (১৩ অক্টোবর) সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

বিএনপির যৌথ বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারের একের পর এক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি জাতির জন্য অশনি সংকেত। এর প্রতিবাদে সমাবেশ সফলের আহ্বান জানান তারা। 

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
এনইউ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa