ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বেরোবি ছাত্রলীগের আনন্দ মিছিল ও সমাবেশ

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
বেরোবি ছাত্রলীগের আনন্দ মিছিল ও সমাবেশ বেরোবি ক্যাম্পাসে ছাত্রলীগের আনন্দ মিছিল

বেরোবি,(রংপুর): জাতিসংঘের সাধারণ অধিবেশনে শান্তির মডেল প্রস্তাব করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগ।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পার্কের মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়।

সমাবেশে বেরোবি ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া ও সাধারণ সম্পাদক নোবেল শেখ তাদের বক্তব্যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ অধিবেশনে প্রদত্ত ৬ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবি জানান।

মিছিল ও সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগের নেতাকর্মীরা অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩,২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।