ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সরকার মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
সরকার মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না। আজ চালের দাম আকাশচুম্বী। মানুষ হাহাকার করছে।

মানুষ চাল কিনতে পারছে না। অথচ সরকারের মন্ত্রী-এমপিরা বলছেন, দেশে চালের কোনো সংকট নেই।

এটা মনুষ্য সৃষ্ট সংকট। শুধু চালের দাম নয়, নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সাধারণ মানুষের জীবনযাপন করা এখন দুঃসাধ্য হয়ে পড়েছে, মন্তব্য ফখরুলের।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে বিএনপির ঢাকা মহানগর উত্তর কমিটির পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, আজ প্রায় ১০ বছর ধরে দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র হরণ করা হয়েছে। বিশেষ করে আট বছর ধরে আওয়ামী লীগ সরকারের আমলে মানুষের অধিকারগুলো কেড়ে নেয়া হয়েছে।
রোহিঙ্গা ইস্যু নিয়ে ফখরুল বলেন, রোহিঙ্গাদের নিয়ে ভয়াবহ সংকট সৃষ্টি হয়েছে। মিয়ানমার সেনাবাহিনী নিরীহ রোহিঙ্গাদের হত্যা করছে। নির্যাতন করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। আমরা প্রথম থেকেই বলেছি রোহিঙ্গাদের আশ্রয় দিতে হবে। আবার যেন তারা দেশে ফিরে যেতে পারে সেজন্য মিয়ানমার সরকারের ওপর কূটনৈতিকভাবে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে।

সরকার প্রথম দিকে রোহিঙ্গাদের প্রবেশাধিকার ও আশ্রয় দেয়নি। সমগ্র বিশ্ব এখন রোহিঙ্গাদের পক্ষে কথা বলছে, মিয়ানমার সরকারকে ধিক্কার দিচ্ছে, তাই সরকার এখন রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। কিন্তু এখন লাখ লাখ মানুষ খোলা আকাশের নিচে, বৃষ্টিতে ভিজে কষ্ট করছে। শত শত শিশু রোগাক্রান্ত হয়েছে, যোগ করেন ফখরুল।

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার সিনিযর সহ সভাপতি ফজলুল বাকি আঞ্জু, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আহসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, জেলা যুবদলের সভাপতি মহেবুল্লাহ আবু নুর প্রমুখ।

এসময় ঠাকুরগাঁওয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মধ্যে এক বান্ডল করে ঢেউটিন বিতরণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।