ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্যসেবা দেবে আ.লীগ

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্যসেবা দেবে আ.লীগ রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্যসেবা দেবে আ.লীগ। ছবি: দীপু মালাকার-বাংলানিউজ

ঢাকা: মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্যসেবা দিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরই মধ্যে কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে  মেডিকেল টিম পাঠিয়েছে দলটি।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দলটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানার নেতৃত্বে এ মেডিকেল টিম কক্সবাজার জেলার উখিয়ায় আশ্রয়রত রোহিঙ্গা শরণার্থীদের চিকিৎসা সেবা দেবে।

এরই মধ্যে ওই এলাকায় পৌঁছে গেছে মেডিকেল টিম।  

মেডিকেল টিমে রয়েছেন ডা. আজিজুর রহমান, ডা. আব্দুস সালাম, ডা. ফুচুনুসহ কক্সবাজার জেলার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্রতিনিধিরা।  

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad