ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে খালেদার শোক 

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে খালেদার শোক 

ঢাকা: কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।  

সোমবার (২১ আগস্ট) সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।  

এর আগে বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন নায়করাজ রাজ্জাক।

 

শোকবার্তায় তিনি বলেন, ষাটের দশক থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত চলচ্চিত্র অঙ্গনে অনন্য কুশলী অভিনেতা হিসেবে দেশবাসীর মনে নায়করাজ হিসেবে নিজের আসনকে তিনি মজবুত করে রেখেছেন। খ্যাতিমান এই অভিনয় শিল্পী অসাধারণ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রমোদি মানুষকে বিমোহিত করে রাখতেন। অপ্রতিদ্বন্দ্বি এই অভিনেতা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করতে এক যুগান্তকারী অবদান রাখেন। উত্তরসূরী অভিনেতা অভিনেত্রীদের কাছে সর্বাধিক জনপ্রিয় অভিনয় শিল্পী মরহুম আব্দুর রাজ্জাক প্রেরণার উৎস হয়ে থাকবেন।  

খালেদা জিয়া মরহুম আব্দুর রাজ্জাকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের স্বনামধন্য অভিনেতা নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।  

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।