ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

ময়মনসিংহে ছাত্রলীগের কালো পতাকা মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
ময়মনসিংহে ছাত্রলীগের কালো পতাকা মিছিল ময়মনসিংহে ছাত্রলীগের কালো পতাকা মিছিল

ময়মনসিংহ: ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে জঙ্গিদের একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে ময়মনসিংহের আনন্দমোহন কলেজে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১৭ আগষ্ট) দুপুরে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান সবুজের নেতৃত্বে কলেজের প্রধান ফটক থেকে মিছিল বের করা হয়।

মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজের মূল ভবনের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন তারা।

সমাবেশে মাহমুদুল হাসান সবুজ বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করতেই বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে এই হামলা চালানো হয়েছিল। হামলাকারী পলাতক জঙ্গিদের ও এ হামলার মদদদাতাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- আনন্দমোহন কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক শেখ সজল, জহিরুল হক হীরা, জুনায়েদ হুসাইন টিপু, ওয়াহিদুর রহমান সবুজ, নাঈম আকন্দ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।