ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মাদারীপুরে বিএনপি-যুবদলের ১৫ নেতাকর্মীর জামিন মঞ্জুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
মাদারীপুরে বিএনপি-যুবদলের ১৫ নেতাকর্মীর জামিন মঞ্জুর

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে বিএনপি ও যুবদলের ১৫ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে বিচারক জাকির হোসেন তাদের জামিন মঞ্জুর করেন। এছাড়া বাকি দুইজন বিভিন্ন মামলার আসামি হওয়ায় তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

জানা যায়, গত ৫ আগস্ট বিএনপির কেন্দ্রীয় ঘোষিত সদস্য সংগ্রহের ফরম পূরণের জন্য শিবচর উপজেলার চরগুয়াতলা এলাকায় একত্রিত হন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীরা। কর্মসূচি শুরু হলে শিবচর থানা পুলিশ লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে ১৭ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৬ সালের ২৯ মে শিবচরের পাঁচ্চরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় বজলু মাদবর ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তৌহিদুজ্জামান বাদি হয়ে দুইটি ‍মামলা করেন। এ মামলায় ওই ১৭ জনকে গ্রেফতার দেখানো হয়। কিন্তু বজলু মাদবরের মামলাটিতে আদালত জামিন না মঞ্জুর করে ১৬ আগস্ট পরবর্তী শুনানীর দিন ধার্য করেন।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।