ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সিলেটে ৭ শিবির নেতাকর্মী গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
সিলেটে ৭ শিবির নেতাকর্মী গ্রেফতার সিলেটে ৭ শিবির নেতাকর্মী গ্রেফতার-ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে দুই ছাত্রলীগ কর্মীর ওপর হামলার ঘটনায় কলেজ শিবিরের সেক্রেটারিসহ সাত শিবির নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ আগস্ট) বিকেল ৩টায় গ্রেফতারদের নিয়ে সংবাদ সম্মেলন করে কোতয়ালি মডেল থানা পুলিশ।

সম্প্রতি সিলেটের সোবহানীঘাটে ছাত্রলীগ আবুল কালাম আসিফ ও তার বন্ধু ছাত্রলীগ নেতা নেতা শাহীন আহমদের ওপর হামলা করে রক্তাক্ত জখম করে শিবির নেতাকর্মীরা।

এর প্রেক্ষিতে দায়ের করা মামলায় রোববার (১৩ আগস্ট) রাতে মহানগরীর শাহপরান ও এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সিলেট সরকারি কলেজ ছাত্র শিবির সেক্রেটারি ফয়সল আহমদ (২৮), শিবিরের সাথী তোফায়েল আহমদ (২৪), সেলিম উদ্দিন (২২), রেজাউল করিম (২২), ইমদাদ হোসেন (২১), কামিল আহমদ সোহেল (২০) ও তারেক আহমদ (২২)।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বাংলানিউজকে বলেন, গ্রেফতাররা দুই ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম করার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অভিযানকালে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের জিহাদি বই উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
এনইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।