ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ষোড়শ সংশোধনী বাতিলে রায়কে রাজনৈতিক ইস্যু করছে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
ষোড়শ সংশোধনী বাতিলে রায়কে রাজনৈতিক ইস্যু করছে সরকার ষোড়শ সংশোধনী বাতিলে রায়কে রাজনৈতিক ইস্যু করছে সরকার

ঢাকা: ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে বিতর্ক সৃষ্টি করে সরকার এটাকে রাজনৈতিক ইস্যু হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে বলে মন্তব্য করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

রোববার (১৩ আগস্ট) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে ‘অর্পণ বাংলাদেশ’ নামে একটি সংগঠনের আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মওদুদ আহমেদ বলেন, ষোড়শ সংশোধনীর রায় নিয়ে চলা এই বিতর্ক দেশের জন্য আরও ভয়াবহ পরিণতি ডেকে আনবে।

সরকারের পতনের জন্য আরও দ্রুত কাজ করবে। দেশে এখন ক্রান্তিকাল চলছে।

তিনি বলেন, সরকার বিচার বিভাগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা বিচার বিভাগকে খাটো করার প্রচেষ্টায় লিপ্ত। অথচ তাদের দায়িত্ব হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত রাখা।

সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হকের মন্তব্যের কড়া সমালোচনা করেন মওদুদ বলেন, নিজের বিবেকবোধ থেকে এর জন্য খায়রুল হককে সরকারি পদ থেকে পদত্যাগ করা উচিত।

এ সময় আলোচনা সভায় আয়োজক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা আগস্ট ১৩, ২০১৭
এমএসি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।