ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

বঙ্গবন্ধুর খুনিদের বিচার দাবিতে ফেনীতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
বঙ্গবন্ধুর খুনিদের বিচার দাবিতে ফেনীতে মানববন্ধন ফেনীতে ছাত্রলীগের মানবন্ধন

ফেনী: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে অবিলম্বে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে ফেনী জেলা ছাত্রলীগ।

রেবাবার (০৬ আগস্ট) সকালে শহরের ট্রাংক রোডের দোয়েল চত্বর মোড়ে জেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম ও সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জের নেতৃত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে মানববন্ধন শেষে ছাত্রলীগ নেতারা একটি মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

মানববন্ধনে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিয়াউদ্দিন বাবলু, শওকত আলম সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাদ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম , সাধারণ সম্পদক শেখ আব্দুর শুক্কুর মানিক, ফেনী সরকারি কলেজের সভাপতি তোফায়েল আহম্মদ তপু, সাধারণ সম্পাদক রবিউল, পৌর ছাত্রলীগের সভাপতি ইয়াছিন আরাফাত রাজু, সাধারণ সম্পাদক সাহেদ আকবর, জেলা ছাত্রলীগের সদস্য এখলাস উদ্দিন বাবলুসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই সময়ে মানববন্ধন ও সমাবেশ করে ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগ। সভাপতি জিয়াউল হকের নেতৃত্বে এতে অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।