ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আগামী নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে: এরশ‍াদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
আগামী নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে: এরশ‍াদ ভারত থেকে ফিরে বিমানবন্দরে কথা বলছিলেন এরশাদ- ছবি: শাকিল

ঢাকা: ভারত সফর সফল হয়েছে, আগামী সংসদ নির্ব‍াচনে ভারতের রাজনৈতিক নেতারা জাতীয় পার্টির পাশে থাকবে বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

ভারত সফর শেষে রোববার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসব কথা বলেন।    

এরশাদ বলেন, আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি আচরণের জন্য দেশ বিপদগামী হচ্ছে।

তাদেরকে ক্ষমতা থেকে হটাতে হবে। ভারত এক্ষেত্রে জাতীয় পার্টিকে সকল প্রকার  সহায়তা করবে।

তিনি বলেন, আজকের জনসমাগম দেখেই বোঝা যায় আসন্ন জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে। আপনারা আমাকে ভোট দেন আমি সন্ত্রাসমুক্ত, বিবাদমুক্ত শান্তিপূর্ণ বাংলাদেশ আপনাদের উপহার দেবো।

বিকেলে এরশাদ দেশে ফেরাকে কেন্দ্র করে সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা বিমানবন্দরের সামনে জড়ো হতে থাকেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এমএএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।