ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘জিয়া ঠান্ডা মাথার খুনি’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
‘জিয়া ঠান্ডা মাথার খুনি’ সমাবেশে জাসদ ছাত্রলীগের নেতারা/ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: জিয়াউর রহমান ঠান্ডা মাথার খুনি হিসেবে অভিহিত করেছে জাসদ ছাত্রলীগ।

কর্নেল আবু তাহেরকে হত্যার জন্য এই সাবেক রাষ্ট্রপতিকে দায়ী করে মরণোত্তর ফাঁসি দাবি করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সমাবেশে এ দাবি জানায় তারা।



সমাবেশের আগে মধুর ক্যান্টিন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সামছুল ইসলাম সুমন বলেন, কর্নেল তাহের একজন দেশপ্রেমিক। আর মেজর জিয়া ঠান্ডা মাথায় তাকে খুন করেছেন। আমরা তার মরণোত্তর ফাঁসি দাবি করছি। দেশের সর্বোচ্চ আদালত কর্নেল তাহেরকে দেশপ্রেমিক হিসেবে ঘোষণা করেছে। আমাদের উচিত কর্নেল তাহেরকে সম্মান জানানো।

কর্নেল তাহেরের নামে বিশ্বিদ্যালয়ে একটি হলের নামকরণ করার দাবি জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন দেলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদেক আহসান হাবিব, ঢাবি সভাপতি মাসুদ আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আরিফুর রহমান, কেন্দ্রীয় সদস্য রেজাউল করিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।