[x]
[x]
ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪২৫, ২১ এপ্রিল ২০১৮

bangla news

লক্ষ্মীপুরে জেএসডি’র বিক্ষোভ-মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৭-১৭ ৮:২১:০৮ পিএম
 জেএসডি’র বিক্ষোভ-মিছিল

জেএসডি’র বিক্ষোভ-মিছিল

লক্ষ্মীপুর: স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম রবের ঢাকার উত্তরায় বাসভবনে পুলিশি হয়রানির প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) উদ্যেগে সোমবার (১৭ জুলাই) বিকেলে শহরের টাউন হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

এর অাগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ অ্যাডভোকেট বেলায়েত হোসেন বেলাল, লক্ষ্মীপুর জেলা সভাপতি অধ্যক্ষ মনছুরুল হক, কমলনগর উপজেলা সভাপতি অধ্যক্ষ আব্দুল মোতালেব, জেএসডি নেতা জাকির হোসেন আরজু, গিয়াস উদ্দিন, মাহফুজুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা রাজনীতিবিদদের অনুষ্ঠানে পুলিশের বাধার নিন্দা জানিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বাংলাদেস সময়: ২০১৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa