ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বানারীপাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
বানারীপাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি বহিষ্কার

বরিশাল: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বরিশালের বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন মোল্লাকে বহিষ্কার ক‌রা হ‌য়ে‌ছে। সোমবার (১৭ জুলাই) সকা‌লে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলানিউজকে তিনি জানান, এক জরুরি সভার মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন মোল্লাকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করে জেলা ছাত্রলীগ। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে সুমন মোল্লাকে বহিষ্কার করা হয়েছে।

 

এর আগে বানারীপাড়ার সলিয়াবাকপুর ইউনিয়নের বেতাল গ্রামে এক নববধূকে ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ সভাপতি সুমন মোল্লার বিরুদ্ধে রোববার একটি মামলা করা হয়। এ মামলার পরিপ্রেক্ষিতেই তাকে বহিষ্কারের সুপারিশ করে জেলা ছাত্রলীগ।  

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, ধর্ষণের ঘটনায় ভিকটিম নোয়াখালী জেলার বাসিন্দা। কাজের সুবাদে চট্টগ্রামে সেলিমের সঙ্গে তার বিয়ে হয়। প্রায় সপ্তাহ খানেক আগে তাকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন সেলিম।  

‘পরে স্বামীকে আটকে রেখে ২০ বছর বয়সী ওই তরুণীকে পাশের বাড়িতে নিয়ে ধর্ষণ করে সুমন। ’

এ দিকে রোববার রাতে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সহযোগিতায় বরিশাল নগরী থেকে সুমন হোসেন মোল্লাকে আটক করা হয়।  

বাংলা‌দেশ সময়: ১১৪৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।