ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জনগণের রায় নিয়েই ক্ষমতায় আসবে আ’লীগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
জনগণের রায় নিয়েই ক্ষমতায় আসবে আ’লীগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জনগণের রায় নিয়েই ফের ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। জনগণ না চাইলে ক্ষমতা ছেড়ে দিতেও প্রস্তুত তারা।

শনিবার (১৫ জুলাই) সকালে পাবনা জেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভায় এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে খালেদা জিয়াই বিতর্কিত করেছেন।

সুপ্রিমকোর্ট এ ব্যবস্থা বাতিল করায় তা পুনর্বহালের কোনো সুযোগ নেই।

এসময় তিনি সহায়ক সরকারের চিন্তা বাদ দিয়ে শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচনে অংশ নিতে বিএনপিকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

বিএনপি জনগণকে ভয় পায় উল্লেখ করে তিনি বলেন, টালবাহানা বাদ দিয়ে নির্বাচনে আসুন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।

নাসিম বলেন, স্বাস্থ্য খাতে বাংলাদেশ ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। কমিউনিটি ক্লিনিক জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে।

এসময় তিনি পাবনা মেডিকেল কলেজ হাসপাতালকে ২৫০ শয্যায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। জেলায় চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন- ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা প্রশাসক রেখা রাণী বালো ও পুলিশ সুপার জিহাদুল কাবির প্রমুখ।

পরে স্বাস্থ্যমন্ত্রী পাবনা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে নব নির্মিত সিভিল সার্জনের কার্যালয় উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
টিএ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad