ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

দেশের সম্পদ বিনষ্ট করতে জঙ্গিবাদ সৃষ্টির চেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
দেশের সম্পদ বিনষ্ট করতে জঙ্গিবাদ সৃষ্টির চেষ্টা

ঝালকাঠি: দেশের সম্ভাবনাময় সম্পদ বিনষ্ট করতে পরাশক্তিরা জঙ্গিবাদ সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

শনিবার (২৪ জুন) ঝালকাঠি জেলা প্রশসন আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের দেশের ধর্মপরায়ন মানুষ যাতে ধর্মান্ধ হয়ে জঙ্গিবাদে না জড়ায় সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

জঙ্গিবাদ যাতে মাথাচারা দিয়ে উঠতে না পারে এ জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ আগামী দিনে বিশ্বের একটি উন্নত দেশে পরিণত হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, স্বাধীনতা বিরোধী শক্তি উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যহত করার মানসে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। স্বাধীনতা বিরোধী শক্তিতে কোনো ভাবেই দাঁড়াতে দেওয়া হবে না।

জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন-  পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।

ইফতার পূর্ব দোয়া মোনাজাত পরিচালনা করেন এন এস কামিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক মাওলানা আবু বক্কর সিদ্দিক।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
এমএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।