ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

বিএনপি

ঈদে বঙ্গবন্ধু সম্মেলনকেন্দ্রে খালেদার শুভেচ্ছা বিনিময়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
ঈদে বঙ্গবন্ধু সম্মেলনকেন্দ্রে খালেদার শুভেচ্ছা বিনিময় খালেদা জিয়া

ঢাকা: আসন্ন ঈদুল ফিতরের দিন ঈদশুভেচ্ছা বিনিময় করবেন বিএনপিনেত্রী খালেদা জিয়া।এ সময় তিনি ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনৈতিক, নাগরিক সমাজের প্রতিনিধিগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও দেশবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ঈদের দিন বেলা ১২ থেকে তিনি এ শুভেচ্ছা বিনিময় করবেন বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

ঐদিন বেলা ১২টায় তিনি প্রথমে ঢাকায় নিয়োজিত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

এরপর ১২টা ৪৫ মিনিট থেকে পর্যায়ক্রমে বিশিষ্ট নাগরিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

শুভেচ্ছা বিনিময় শেষে তিনি তার স্বামী বাংলাদেশ জাতিয়তাবাদী দলের(বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিযারত ও শ্রদ্ধা নিবেদন করবেন। স্বামীর মাজার জিযারত শেষে যাবেন বনানী কবরস্থানে। সেখানে তিনি তার ছোট ছেলে আরাফার রহমান কোকোর কবর জিয়ারত করবেন। বাংলাদেশ সময়:০৬১০ঘণ্টা, ২৩ জুন, ২০১৭
এএম/জেএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।