[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৯ আষাঢ় ১৪২৫, ২২ জুন ২০১৮

bangla news

ভূমিধসে রাষ্ট্রীয় শোক পালনের আহ্বান ফখরুলের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৬-১৯ ৭:৪৬:৩৭ পিএম
বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: শাকিল আহমেদ

বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ভূমিধসের পর পার্বত্যাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করে রাষ্ট্রীয় শোক পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৯ জুন) রাজধানীর গুলশানের ইমানুয়েল সেন্টারে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান। 

সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, পার্বত্য এলাকায় পাহাড় ধসের ঘটনায় ১৭০ এর ওপরে মানুষ মারা গেছে। এতো বড় দুর্ঘটনা, অথচ রাষ্ট্র এখনো শোক প্রকাশ করেনি। সেই এলাকাকে দুর্গত এলাকাও ঘোষণা করেনি। 

বিপদাপন্ন অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করে রাষ্ট্রীয় শোক পালনের আহ্বান জানাচ্ছি— বলেন ফখরুল।

জাসাসের সভাপতি ড. মামুন আহমেদের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গাজী মাজহারুল আনোয়ার, আব্দুস সালাম, বিএনপির সহ-সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাসাসের সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান প্রমুখ। 

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
এএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa