[x]
[x]
ঢাকা, সোমবার, ৯ বৈশাখ ১৪২৫, ২৩ এপ্রিল ২০১৮

bangla news

বরিশালে পুলিশি বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৬-১৯ ৩:৪৫:৫৭ পিএম
বিএনপি লোগো

বিএনপি লোগো

‌বরিশাল: চট্টগ্রামে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার প্রতিবাদে বরিশালে সমাবেশ করেছে মহানগর বিএনপি। তবে বিক্ষোভ ‍মিছিল বের করার সময় পুলিশি বাধায় পণ্ড হয়ে যায় মিছিলটি।

সোমবার (১৯ জুন) বেলা ১১টার দিকে কেন্দ্রঘোষিত কর্মসূচি অনুযায়ী নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ কর‍া হয়।

এতে সভাপতির বক্তেব্যে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মহানগর সভাপতি মজিবর রহমান সরেয়ার বলেন, ‘দেশে এতো উন্নয়ন হলেও বর্তমান সরকার ফেয়ার নির্বাচন দিতে ভয় পাচ্ছে। কারণ তারা জনগণ থেকে দূরে সরে গেছে। তারা বর্তমান সংসদ বহাল রেখে নির্বাচন দিয়ে আবারো ক্ষমতায় যেতে চাচ্ছে। আর তাই তারা জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।’

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করা হলে অশ্বিনী কুমার হলের মূল ফটকে আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশি বাধায় পণ্ড হয়ে যায় মিছিলটি।

এর আগে, অশ্নীবি কুমার হলের সামনে যৌথ সমাবেশ করে জেল উত্তর ও দক্ষিণ বিএনপি।

বাংলা‌দেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa