ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

‘প্রধানমন্ত্রীর সফর নিয়ে খালেদার বক্তব্য কুরুচিপূর্ণ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
‘প্রধানমন্ত্রীর সফর নিয়ে খালেদার বক্তব্য কুরুচিপূর্ণ’ সাংবাদিকদের সঙ্গে আলাপ করছেন ওবায়দুল কাদের। ভিডিও: বাংলানিউজ

কুমিল্লা: পার্বত্য এলাকায় ভূমিধসের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফর নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। 

শুক্রবার (১৬ জুন) সকালে কুমিল্লার দাউদকান্দিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজার অনলাইনবেজড এক্সেল লোড ওয়েয়িং স্কেল সিস্টেমসের বর্ধিতকরণের উদ্বোধনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ভূমিধসের ঘটনার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফর প্রসঙ্গে খালেদা জিয়ার বক্তব্য অন্ধ আক্রোশের কুরুচিপূর্ণ বহিঃপ্রকাশ।  

তিনি বলেন, বিএনপির নেতারা ঢাকায় বসে প্রেস ব্রিফিং করে মিথ্যাচার আর মায়া কান্না করছেন। তারা কোনো স্পটেও যাননি, জনগণের পাশেও দাঁড়াননি। তারা হাওরেও যাননি, উপকূলেও যাননি। যাননি পার্বত্য এলাকায়ও।  

এ সময় সেতুর টোল প্লাজা এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।