ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

বিএনপি

‘শান্তিপূর্ণ আন্দোলনে অন্যান্য বাহিনী আমাদের বেছে নেবে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জুন ১০, ২০১৭
‘শান্তিপূর্ণ আন্দোলনে অন্যান্য বাহিনী আমাদের বেছে নেবে’ বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: দেশের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, রাস্তায় শান্তিপূর্ণ প্রতিবাদ করলে ‘অন্যান্য বাহিনী’ আমাদের বেছে নেবে। 

শনিবার (১০ জুন)  রাজধানীর হোটেল পূর্বাণীতে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
খালেদা জিয়া বলেন, আমরা মনে করি রোজা-ঈদ শেষে হয়ে গেলে জনগণকে আরও ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের জুলুম, অত্যাচার, অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ করতে হবে।


 
সেই শান্তিপূর্ণ প্রতিবাদে দেশের মানুষ বুঝতে পারবে এবং দেশের জনগণ এসে বিএনপির আন্দোলনে শরিক হবে। আমি মনে করি অন্যান্য বাহিনী, যারা আওয়ামী লীগ দ্বারা অত্যাচারিত হচ্ছে, সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমাদের বেছে নেবে— বলেন বিএনপি চেয়ারপারসন।  
 
তিনি বলেন, পুলিশের ওপরও আওয়ামী লীগের লোকজন অত্যাচার করছে। পুলিশ, আনসার, বিডিআর- অন্যান্য বাহিনী যারা আছে, তাদেরও চিন্তা করা উচিত, এই দেশটা কী আজ চোখের সামনে শেষ হয়ে যাবে? একটা শ্রেণী তারা ফুলে-ফেঁপে বড় হয়ে যাবে, যা খুশি তাই করবে-এভাবে চালাতে থাকবে দেশ?
 
খালেদা জিয়ার সঙ্গে মঞ্চে ইফতার গ্রহণ করেন এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক রেহেনা প্রধান, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, মুসলিম লীগের চেয়ারম্যান এ এইচ এম কামরুজ্জামান খান, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব এজাজ আহমেদ, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব আব্দুল মতিন সাউদ প্রমুখ।

হল রুমের সামনের সারিতে ইফতার গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, সাংবাদিক মাহফুজ উল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার,  বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকন, জাগপার মহাসচিব খন্দকার লুৎফর রহমান, বিএনপির নির্বাহী সদস্য আবু নাসের মুহম্মদ রহমতউল্লাহ, মুসলিম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জুন ১০, ২০১৭/আপডেট ২০৩৭ ঘণ্টা
এজেড/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad