ঢাকা, শনিবার, ১৬ চৈত্র ১৪৩০, ৩০ মার্চ ২০২৪, ১৯ রমজান ১৪৪৫

রাজনীতি

খুলনায় বিএনপি নেতা মিঠু হত্যায় দু’জনের জবানবন্দি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মে ২৮, ২০১৭
খুলনায় বিএনপি নেতা মিঠু হত্যায় দু’জনের জবানবন্দি

খুলনা: খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠু হত্যা মামলায় দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

রোববার (২৮ মে) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমারের খাস কামরায় ১৬৪ ধরায় জবানবন্দি রেকর্ড করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিউল্লাহ জবানবন্দির বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (২৯ মে) সংবাদ সম্মেলনের মাধ্যমে ‍সব জানানো হবে বলেও জানান তিনি।

সরদার আলাউদ্দিন মিঠু হত্যা মামলায় তার দুই দেহরক্ষীসহ আরও চারজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিহত বিএনপি নেতা আলাউদ্দিন মিঠুর ভাই সরদার সেলিম জানান, শনিবার রাতে শিমুল হাওলাদার ও সাদ্দাম নামে মিঠুর দুই দেহরক্ষীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। পরে অপর দু’জনকে আটক করা হয়। তারা হলেন-ফুলতলা থানা বিএনপির সদস্য সচিব হাসনাত রিজভী মাশার্ল ভূঁইয়া এবং মোতাহার হোসেন কিরণ।

বৃহস্পতিবার (২৫ মে) রাত ১০টায় দুর্বৃত্তরা নিজ অফিসে খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন মিঠুকে গুলি করে হত্যা করে। নিহত আলাউদ্দিন মিঠু ফুলতলা উপজেলার সাবেক চেয়ারম্যান ও ফুলতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা,  মে ২৮, ২০১৭
এমআরএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।