ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

চোরাবালিতে সরকার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, মে ২৮, ২০১৭
চোরাবালিতে সরকার মানববন্ধনে নজরুল ইমলাম খান-ছবি-শাকিল আহমেদ

ঢাকা: বর্তমান সরকার চোরাবালির মধ্যে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইমলাম খান।

রোববার (২৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।  

নজরুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার চোরাবলির মধ্যে দাঁড়িয়ে আছে।

যতোই নড়ছে ততোই ডুবছে। আরও ডুববে। তাই এই সরকার এখন আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করছে। এতে করে খালোদা জিয়ার হাতকে দুর্বল করার চেষ্টা হচ্ছে। কিন্তু এভাবে বিএনপিকে দুর্বল করা যাবে না।  

তিনি বিএনপির নেতাকর্মীদের তৈরি থাকার পরামর্শ দেন। নেত্রীর নির্দেশে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে বলেও মত দেন।  

সরকারের উদ্দেশে তিনি বলেন, আদালতের ওপর প্রভাব বিস্তার করবেন না। বিচারপতি বলেছেন, নিম্ন আদালত সরকার কুক্ষিগত করেছে এখন উচ্চ আদালতেও প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেন, শেখ হাসিনা বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করে তার স্বপ্নের সাজানো নির্বাচন করার চেষ্টা করছে। কিন্তু এ স্বপ্নকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সাধারণ মানুষ সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায়। আমাদের নেতাকর্মীদের মুক্তি দিন। নয়তো বতর্মান সরকারকে সামনে আরও কঠিন সময়ের মুখোমুখি হতে হবে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মে ২৮, ২০১৭
ইউএম/আরআর/আইএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।