ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিএনপি

বগুড়ায় জেলা বিএনপির বিক্ষোভ-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, মে ২৫, ২০১৭
বগুড়ায় জেলা বিএনপির বিক্ষোভ-সমাবেশ বগুড়ায় বিএনপির বিক্ষোভ-সমাবেশ/ছবি: আরিফ জাহান

বগুড়া: সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ-সমাবেশ করেছে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ করে তারা।

সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেন, আওয়ামী লীগ দেশে বাকশাল কায়েম করেছে।

মানুষের সব ধরনের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। তারা বিএনপির নাম শুনলেই ভয় পায়। এ কারণে বর্তমান সরকার বিএনপিকে সভা সমাবেশের অনুমতি দিচ্ছে না।

এ অবস্থায় বর্তমান সরকারকে ক্ষমতা থেকে বিদায় করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য আন্দোলন করতে হবে। আর সরকার পতনের আন্দোলনের জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান বিএনপির এ নেতা।

সমাবেশে আরও বক্তব্য ‍রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, আলী আজগর তালকুদার হেনা, উপদেষ্টা মো. শোকরানা, লাভলী রহমান প্রমুখ।

এর আগে গত শনিবার (২০ মে) বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে ছিলো।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।