ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

বিএনপি

বৃহস্পতিবার সারা দেশে বিএনপির বিক্ষোভ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, মে ২৪, ২০১৭
বৃহস্পতিবার সারা দেশে বিএনপির বিক্ষোভ 

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছিল দলটি। কিন্তু অনুমতি না দেওয়ায় বৃহস্পতিবার সারাদেশে সব জেলা, মহানগরী ও রাজধানীর প্রতিটি থানায় বিক্ষোভ মিছিল কর্মসূচি দিয়েছে।

বুধবার (২৪ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় অনুমতি দেয়নি পুলিশ।

আর এতেই প্রমাণিত হয়, বর্তমান সরকার প্রধানের নির্দেশেই পূর্ব পরিকল্পিত নীল-নকশার অংশ হিসেবে ওই অভিযান চালানো হয়। সরকার গণতন্ত্রকে নিজস্ব গতিতে চলতে না দিয়ে, সভা-সমাবেশ, সমালোচনা সম্পূর্ণভাবে নিজেদের কব্জায় নিয়েছে। আর সেজন্যই সরকার আজকের বিএনপি ঘোষিত সমাবেশ করার অনুমতি দেয়নি।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এজেড/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।