ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

কমলনগরে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে আহত ৬

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, মে ২০, ২০১৭
কমলনগরে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে আহত ৬

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে  ছাত্রদলের বর্ধিত সভায় হামলার অভিযোগ উঠেছে।  এ সময় ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় জেলা ছাত্রদলের সভাপতিসহ উভয় দলের ৬ জন আহত হয়েছেন। পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবার (২০ মে) দুপুরে সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজানের কমলনগরের বাসভবনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ, সিনিয়র সহ সভাপতি বদরুল ইসলাম শ্যামল, যুবদল নেতা মো. মানিক, ছাত্রদল নেতা ইসমাইল, ছাত্রলীগ কর্মী মো. মামুন ও শাহ ফরদাহ।

আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

কমলনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মো. বেলায়েত হোসেন হাওলাদার অভিযোগ করে বলেন, ‘আমরা সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজানের বাড়িতে পূর্ব নির্ধারিত বর্ধিত সভা করছিলাম। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ওই বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে ছাত্রলীগের বাধায় সভা করতে পারিনি। সভাস্থল থেকে যাওয়ার পথে ছাত্রলীগ নেতাকর্মীরা ফের ধাওয়া ও হামলা চালান। এতে জেলা ছাত্রদলের সভাপতিসহ ৫/৬ জন আহত হন’।    

কমলনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সামাদ রাজু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বিপ্লব বলেন, ‘রোববার (২১ মে) বিকালে হাজিরহাট ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন হবে। ওই সম্মেলন পণ্ড করতে তারা যড়যন্ত্র করছিলেন। এ খবরে ছাত্রলীগ কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। হামলার অভিযোগ সত্য নয়। তবে কমিটি নিয়ে ছাত্রদলের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলে কেউ আহত হতে পারেন’।

কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক বলেন, খবর পেয়ে তৎক্ষণিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মে ২০, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।