[x]
[x]
ঢাকা, শনিবার, ৮ বৈশাখ ১৪২৫, ২১ এপ্রিল ২০১৮

bangla news

মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৫-২০ ৬:২৩:৪০ এএম
মনোহরগঞ্জ উপজেলা আ’লীগের সম্মেলন

মনোহরগঞ্জ উপজেলা আ’লীগের সম্মেলন

কুমিল্লা: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৯ মে) বিকেলে মনোহরগঞ্জ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সম্মেলনে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও মনোহরগঞ্জ উপজেলা উন্নয়ন সমন্বয়ক মাস্টার আব্দুল কাইয়ুম এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. জাকির হোসেনকে নির্বাচিত করা হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম এমপি।

আরও উপস্থিত ছিলেন মনোহরঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. আবুল কাশেম ভুঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহাদাত হোসাইন তসলিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, মে ২০, ২০১৭
এমএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa