[x]
[x]
ঢাকা, শনিবার, ২ আষাঢ় ১৪২৫, ১৬ জুন ২০১৮

bangla news

আ’লীগের হাতে গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৫-১৯ ৭:০৭:০৪ পিএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সম্মুখ দল হলেও সেই আওয়ামী লীগের হাতে মুক্তিযুদ্ধের চেতনা পদদলিত হয়েছে, গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে ও মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ মে) ঠাকুরগাঁও বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির সম্মেলনের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে’।

বিএনপি নির্বাচনের পক্ষে জানিয়ে তিনি আরও বলেন, ‘সহায়ক সরকারের নেতৃত্বে আগামী নির্বাচন হবে, দলীয় সরকারের নেতৃত্বে নয়’।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, পৌর মেয়র মির্জা ফয়সল আমীনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa