[x]
[x]
ঢাকা, সোমবার, ৫ অগ্রহায়ণ ১৪২৪, ২০ নভেম্বর ২০১৭

bangla news

বগুড়ায় ছাত্র ফ্রন্টের মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৫-১৯ ৬:৫২:১৬ পিএম
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মিছিল/ছবি: আরিফ জাহান

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মিছিল/ছবি: আরিফ জাহান

বগুড়া: উচ্চশিক্ষায় পাঁচগুণ বেতন ফি বাড়ানোর ঘোষণার প্রতিবাদে বগুড়ায় মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

শুক্রবার (১৯ মে) বেলা সাড়ে ১ টার দিকে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়।

জেলা ছাত্র ফ্রন্টের আয়োজনে বের হওয়া মিছিলটি সাতমাথা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা ছাত্র ফ্রন্টের সহ-সভাপতি সুমন কুমার বর্মনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে দলের সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় বর্মন, প্রচার প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম, স্কুল সম্পাদক সুমি রায়, সাজেদ পলাশ প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় ঘোষিত উচ্চশিক্ষায় পাঁচ গুণ বেতন ফি বৃদ্ধি প্রত্যাহার করতে নিতে হবে।

পাশাপাশি এর প্রতিবাদে ঘেরাও কর্মসূতিতে পুলিশি হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। গ্রেফতার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন বক্তারা।
 
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এমবিএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

FROM AROUND THE WEB
Loading...
Alexa