ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আশুগঞ্জের লালপুর ইউনিয়নে ১৪৪ ধারা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
আশুগঞ্জের লালপুর ইউনিয়নে ১৪৪ ধারা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৮ এপ্রিল) আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল কায়সার এ ধারা জারি করেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে।

এসময় লালপুর গ্রামের এস.কে দাস উচ্চ বিদ্যালয় মাঠ ও এর আশপাশ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।  

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক সপ্তাহ আগে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু ওই সম্মেলনকে অগ্রাহ্য করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল খায়ের শৃক্রবার (২৮ এপ্রিল) বিকেল তিনটায় এস.কে দাস উচ্চ বিদ্যালয় মাঠে পাল্টা সম্মেলনের প্রস্তুতি নেন। উপজেলা আওয়ামী লীগ নেতারা এ সম্মেলনের বিরোধিতা করায় এ নিয়ে লালপুরে উত্তেজনা চলছিল।

এ অবস্থায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।