ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিএনপি খড়-কুটো আঁকড়ে রাজনীতিতে ভেসে থাকতে চায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
বিএনপি খড়-কুটো আঁকড়ে রাজনীতিতে ভেসে থাকতে চায়

কুষ্টিয়া: বিএনপি এখন রাজনীতিতে খড়-কুটো আঁকড়ে ভেসে থাকতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। 

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

হানিফ এসময় বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিস্তার পানি চুক্তি করার ঘোষণা দিয়েছেন।

তা সত্ত্বেও এনিয়ে আদালত ও জাতিসংঘে যাওয়ার প্রস্তাব দেয়াটা বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বেরই প্রমাণ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশ নেয়ার ব্যাপারে তিনি বলেন, নির্বাচনে বিএনপি আসবে কি আসবে না সেটা তাদের বিষয়। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই হবে।  

এ সময় অনেকের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগর আলী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।