ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অন্যান্য দল

ছাত্রনেতা শুভ দেবের ওপর হামলায় নিন্দা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
ছাত্রনেতা শুভ দেবের ওপর হামলায় নিন্দা

ঢাকা: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক শুভ দেবের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় শাখা।

সংগঠনের সভাপতি সৈকত মল্লিক ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান।

তারা বলেন, অবিলম্বে ছাত্রনেতার ওপর এই ন্যাক্কারজনক হামলার মদদদাতা ও হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে হবে।

রাতের আধারে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই আক্রমণ চালিয়েছে। যারা জড়িত তাদের চিহ্নিত করতে হবে এবং গ্রেফতারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

বুধবার (২৬ এপ্রিল) রাতে চাষাড়া স্টেশনের সামনে ১০/১২ জন যুবক অতর্কিতভাবে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক শুভ দেবের ওপর অতর্কিত হামলা করে। পরে সংগঠনের বন্ধুদের সহযোগিতায় তাকে চিকিৎসার জন্য খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।