ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

রাজনীতি

অনুমতির অপেক্ষায় বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
অনুমতির অপেক্ষায় বিএনপি

ঢাকা: মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করতে অনুমতির অপেক্ষায় রয়েছে বিএনপি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় দলটি। সমাবেশে প্রধান অতিথি উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

কিন্ত এখন পয্র্ন্ত পুলিশি অনুমতি পায়নি দলটি। এই মুহূর্তে দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে।

চেষ্টা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষের সঙ্গে দেখা করার।


বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান বৃহস্পতিবার বেলা ১২টায় বাংলানিউজকে জানান, ইতোমধ্যে গণপূর্ত বিভাগের অনুমতি মিলেছে। এখন পুলিশি অনুমতির জন্য দায়িত্বপ্রাপ্ত নেতারা ডিএমপি কার্যালয়ে অবস্থান করছেন।


২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পর ‘গণতন্ত্র হত্যা দিবস’ পহেলা মে মহান ‘মে দিবস’, পহেলা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসসহ বিভিন্ন ইস্যুতে গত তিন বছর অন্তত ৭ বার সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চেয়ে অনুমতি পায়নি বিএনপি।

চলতি বছর ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের জন্য সোহরাওয়াদী উদ্যানে সমাবেশের অনুমতি চায় বিএনপি। কিন্তু কয়েক দফা তারিখ পরিবর্তন করেও অনুমতি পায়নি তারা। তবে এবার অনুমতির ব্যাপারে আশাবাদী দলটি।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এজেড/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।