ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

নাশকতার ২৩ মামলায় সেলিমা রহমানের আত্মসমর্পণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
নাশকতার ২৩ মামলায় সেলিমা রহমানের আত্মসমর্পণ আদালতে সেলিমা রহমান। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া নাশকতার ২৩ মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান।

মামলাগুলোর মধ্যে ১৪টি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) ও ০৯টি মহানগর দায়রা জজ আদালতে চলমান।  

সোমবার (২৪ এপ্রিল) সেলিমা রহমান আদালতে এসে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানিয়েছেন।

তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জানান, বিভিন্ন আদালতে পর্যায়ক্রমে আবেদনগুলোর শুনানি হবে।

তিনি জানান, পল্টন থানার ৪টি, মুগদা থানার ৩টি, মতিঝিল থানার ২টি, খিলগাঁও থানার ২টি, যাত্রাবাড়ি থানার ১টি, গুলশান থানার ১টি ও লালবাগ থানার ১টি- এ ১৪টি মামলার শুনানি নেবেন সিএমএম আদালতের বিভিন্ন ম্যাজিস্ট্রেট। আর বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের ০৯টি মামলার শুনানি হবে মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।