ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

বিএনপি

বিএনপিকে ছাড়া দেশে নির্বাচন হবে না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
বিএনপিকে ছাড়া দেশে নির্বাচন হবে না প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি আয়োজিত দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীসহ সব গুম খুনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর-ছবি: সুমন শেখ

ঢাকা: বিএনপিকে ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি আয়োজিত দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীসহ সব গুম খুনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

বিএনপিকে নিবন্ধনের ভয় দেখিয়ে লাভ নেই জানিয়ে ফখরুল বলেন, বিএনপিকে কীভাবে নির্বাচনে নেওয়া যায় সেই ব্যবস্থা করুন।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের গণভিত্তি নেই। তাই তারা ভারতের কাছে চুক্তির নামে সব কিছু বিলিয়ে দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়।

সরকারের গুম খুন ও মামলার রাজনীতির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ভবিষ্যতে এদের বিচার করা হবে।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এএম/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।